দেশসেরা মাদরাসা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদরাসার মোহাম্মদ আব্দুল আহাদ খান। বুধবার ঢাকার আন্তর্জাতিক মার্তৃভাষা ইন্সটিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছ থেকে এ এওয়ার্ড গ্রহণ করেন তিনি।

শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী মহিবুল হাছান চৌধুরী এমপি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরকে এওয়ার্ড প্রদান করেন।

গত ২০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খানকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে নাম ঘোষনা করেন।

অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল গফুর খানের ছেলে। সিলেট সরকারি আলিয়া মাদরাসা হতে ১৯৯৬ সালে কামিল ও সিলেট এমসি কলেজ থেকে ২০০০ সালে মাষ্টার্স (এমএ) ১ম বিভাগসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ২৭তম স্থান লাভ করেন তিনি।

তিনি ২০০০ সালের ৩১ আগষ্ট গোলাপগঞ্জের কৈলাশ শাহনুর দাখিল মাদরাসায় সুপার পদে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করে বর্তমানে সেখানেই কর্মরত আছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, শিক্ষকবৃন্দ, মাদরাসা গভর্ণিং বডি ও এলাকাবাসীর সহযোগিতায় বর্তমানে মাদরাসাটি একটি আদর্শ মডেল মাদরাসায় পরিনত হয়েছে।