বিয়ানীবাজার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী জুনাব আলী সাহেব আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৫টা ২০মিনিটের সময় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মরহুমের জানাজার সময়সূচি জানা যায়নি।

হাজী জুনাব আলী ডিলার জুনাই মিয়া নামে পরিচিত ছিলেন। তিনি বিয়ানীবাজার কলেজ , গার্লস হাইস্কুল , সিনিয়র মাদ্রাসা , জামে মসজিদ , বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদের (বর্তমান পৌরসভার) কার্যালয়ের স্হান নির্ধারণে, কবরস্থান স্হাপন, পিএইচজি হাইস্কুল পরিচালনায় যথেষ্ট সহযোগিতা করেন । বিয়ানীবাজার কলেজের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ।

আজীবন মুক্তমনা ও প্রগতিশীল ধারার বাহক হাজী জুনাব আলীর মৃত্যুতে বিয়ানীবাজারবাসী একজন জনদরদি অভিভাবক হারালো। তিনি নিরবে নিভৃতে জনসেবা করতে খুবই ভালবাসতেন ।

বিয়ানীবাজারে গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো ব্যানার-ফেস্টুন