প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটপূর্ণ মুহুর্তে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামে লকডাউনে থাকা সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের কথা বিবেচনা করে স্থানীয় এলাকার যুক্তরাজ্য প্রবাসী হালিম আহমদ জিরা, আবুল ফজল ও আবুল কাশেম এর পরিবারের অর্থায়নে গ্রামের হতদরিদ্র অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে শালেশ্বর যুবসমাজের সার্বিক সহযোগিতায় খেটে খাওয়া ৬০টি পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়। প্রতিটি পরিবারের মধ্যে ডাল, আলু, চানা, খেজুর ও মশলাসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হালিম আহমদ জিরা, আবুল ফজল ও আবুল কাশেম, শেওলা ইউপি সদস্য হেলাল উদ্দিন, স্কুল শিক্ষক খালেদ আহমদ, যুবসমাজের মধ্যে জাহেদ আহমদ, জামাল আহমদ ও মুহাইমিন প্রমুখ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-