সনাতন ধর্মের বৃহৎতম উৎসব শারদীয় দূর্গাপুজা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ষষ্ঠীর মাধ্যমে শুরু হওয়া দূর্গাপুজার সমাপ্তি ঘটবে ৩০ সেপ্টেম্বর। বিসর্জনের মাধ্যমে এ উৎসবের যবনিকা ঘটবে।

এ বছর সনাতন ধর্মে অনুসারীরা ৪৯টি মন্ডেপে দূর্গাপুজা পালন করবেন। ৩৪টি সার্বজনীন এবং ১৫টি ব্যক্তিগত পুজা মন্ডপ তৈরীর প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পুজা মন্ডপের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিয়ানীবাজার পুজা উদযাপন পরিষদের দায়িত্বশীলরা।

এ পরিষদের সাধারণ সম্পাদক অরুণাব পাল চৌধুরী মোহন বলেন, আজ মঙ্গলবার আমাদের একটি বৈঠক রয়েছে। এ বৈঠক শেষে বুঝা যাবে পুজা মন্ডপ আর বৃদ্ধি পাবে কি না। আমাদের ধারণা, পুজার মন্ডপের সংখ্যা বাড়তে পারে।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আপাতত ৩৪ সার্বজনীন ও ১৫টি ব্যক্তিগত পুজা মন্ডপে একটি তালিকা আমাদের কাছে পাঠানো হয়েছে। এ তালিকা ধরেই আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি।