বিয়ানীবাজারের দুবাগ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার (২৩ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের দিন সকাল থেকে ভোটারদের উপস্তিতি ছিল বেশি। তবে দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি অনেকটাই কমে যায়। নির্বাচনে আশানুরূপ ভোট কাস্টিং না হলেও বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অব্যাহত ছিল।

জানা যায়, নির্বাচনে কলেজ পর্যায়ে প্রার্থী ছিলেন ৩জন এবং মোট ভোটার ৩১৬ জন। এরমধ্যে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী কলেজ পর্যায়ে আশফাক হোসাইন চৌধুরী (সাইকেল প্রতীক) ১০২ ভোট পেয়ে প্রথম এবং শফিকুর রহমান (দোয়াত কলম প্রতীক) ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, নির্বাচনে স্কুল পর্যায়ে প্রার্থী ছিলেন ৫জন এবং মোট ভোটার ৬৩৫ জন ছিল। এরমধ্যে ৪৬৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, স্কুল পর্যায়ে মাসুক আহমদ (তালাচাবি প্রতীক) ২০৫ ভোট পেয়ে প্রথম এবং রুহেল আহমদ চৌধুরী (আনারস প্রতীক) ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে, ফলাফল ঘোষণার পর নির্বাচিত সদস্যপ্রার্থীদের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠেন এবং একে অন্যকে মিষ্টিমুখ করেন।