সারাদেশেই করোনা মহামারিতে কাজ হারিয়ে মানুষ যখন বেকার হয়ে ঘরে বসে আছেন। ঈদের বাজার করার কথা চিন্তা করতে পারছেন না। ঠিক তখনই নিজের এলাকার এ মানুষগুলোর কথা চিন্তা করে নগদ আর্থিক অনুদান নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ফ্রান্স।

করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের ১’শত ৫টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ফ্রান্স’র আর্থিক অনুদান প্রদান করেছে। সম্প্রতি সংস্থা’র দায়িত্বশীলরা কয়েকটি ভাগে ভিভক্ত হয়ে ইউনিয়নের সবকটি গ্রামের উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এসব অনুদান তাদের হাতে তুলে দেয়া হয়।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার উপদেষ্টা সিদ্দিকুর রহমান, সহ ভাপতি ছাইদুল ইসলাম ও  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন প্রমুখ।

দুর্দিনে অসহায়দের পাশে দাড়ানোর জন্য মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ফ্রান্স’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মোহাম্মদ আমান উদ্দিন বলেন, করোনা ইস্যুতে কর্মহীন মানুষদের ঘরে নানা ধরণের সংকট চলছে। এ সঙ্কটকালীন সময়ে মাথিউরা ইউনিয়নের ১০৫টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ফ্রান্স নেতৃবৃন্দরা। তাদের এই সহযোগিতা আমাদের সবার জন্য অনুকরণীয়। বিত্তবানেরা এভাবে এগিয়ে এলে সংকটে পড়া মানুষরা ভরসা পাবেন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-