প্রতি বছরের ন্যায় বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া এলাকার হাফিজ কেরামত আলী (রহ.) এর প্রতিষ্ঠিত সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে তানজিমুল মাদারিস লি-তাহফিজুল কোরআনিল কারিম বোর্ডের ৪২তম পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে মাদ্রাসার বিভিন্ন হলরুমে এ পরীক্ষা সম্পন্ন হয়।

চলতি বছরে তানজিমুল মাদারিস লি-তাহফিজুল কোরআনিল কারিম বোর্ডের ৪২তম পরীক্ষা ২টি কেন্দ্রের মধ্যে পূর্ব মুড়িয়া এলাকার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসায় দোয়া পরিচালনার মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়। বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার ২৫ টি মাদ্রাসার ২৬৫ জন হাফেজ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন তানজিমুল মাদারিস লি-তাহফিজুল কোরআনিল কারিম বোর্ডের মহা পরিচালক হাফিজ মাও. মাহমুদুর রহমান ইমরান, সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম (দুদু মিয়া), সাবেক সভাপতি আয়াজুর রহমান, সারপার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ মাসুক আহমদ, মাদ্রাসার হিফজ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আবু আহমদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ তাপাদার, দৌলতপুর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. হারুনুর রশীদ, মাদ্রাসাতুল একরাম সিলেটের প্রধান হাফিজ মাও. আলী হোসাইন, স্থানীয় মুরব্বি আব্দুল আহাদ হারই, কয়েছ আহমদ, মাসুক আহমদ, আয়নুল হক কয়েছ, হেলাল আহমদ, খায়রুল আলম পারুল, তাজ উদ্দিন শামিম বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সচিব খালেদ আহমদ, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল ওয়াদুদ, হিফজ বিভাগের প্রধান হাফিজ আশরাফ আহমদ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খোকন, সহকারী মৌলভী মাও. কয়ছর আহমদ, শিক্ষক আব্দুর রহমান তামেদ, হাফিজ রাহাদ আহমদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, ড. খছরুজ্জামান চৌধুরী পাঠাগারের পরিচালক মাহবুবুল আলম চৌধুরী হাছিব, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ সাদী টিপু, সারপার ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ হীরা, স্থানীয় যুবনেতা ফয়সল আহমদ, ফজল আহমদ তাপাদার, সাহিন আহমদ, সুলতান আহমদ, স্থানীয় ছাত্রনেতা আবিদ আহমদ হাফিজ এমাদ উদ্দিন প্রমুখ।

সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হিফজ বোর্ডিং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ তাপাদার বলেন, সৈয়দ সফিক উদ্দিন (রঃ) ও মরহুম হাফিজ কেরামত আলী (রঃ) সৃতি বিজড়িত সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ কেরামত আলী (র.) একজন কোরআনের খাদেম। তাঁর শিক্ষার আলো আজও চলছে। অনুষ্ঠিত এই পরীক্ষাই তার প্রমাণ করে। প্রতি বছর এ পরীক্ষার সকল আয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তানজিমুল মাদারিস লি-তাহফিজুল কোরআনিল কারিম বোর্ডের মহা পরিচালক হাফিজ মাও. মাহমুদুর রহমান ইমরান বলেন, মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারো এ মাদ্রাসাকে পরীক্ষা কেন্দ্র করে পরীক্ষা নিয়েছি। ইন্শাল্লাহ আগামীতেও এ পরীক্ষা অব্যাহত থাকবে।

এদিকে দুবাই প্রবাসী হাজী আব্দুল মতিন সাহেবের পক্ষ থেকে সকালের নাস্তা এবং সারপার গ্রামবাসী ও হাফিজ কেরামত আলী (রহ.) কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাঁর নিজ বাড়িতে আগত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এ সকল আয়োজনে সহযোগিতা করে গ্রামের সামাজিক সংগঠন সারপার ইসলামি সমাজ কল্যাণ পরিষদ।

সিলেট-শাহবাজপুর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি