ইচ্ছা থাকলে উপায় হয়। বয়স কোন বাঁধা মানে না শিক্ষার জন্য কোন বয়স নাই, সব কিছুই নির্ভর করে অদম্য ইচ্ছার উপর।

যুক্তরাজ্যের লন্ডনে ডিগ্রী সম্পন্ন করলেন বৈরাগীবাজার নিউজ ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন সুমন। তিনি ৫২ বছর বয়সে লন্ডনে ইউনিভার্সিটি অব ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিড লিডারশীপ এবং ম্যানেজমেন্টের উপর স্নাতকোত্তর অর্জন করেন। সোমবার (৭ ফেব্রুয়ারী) লন্ডনের গিল্ডহলে স্নাতকোত্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

লন্ডন থেকে রুহুল আমিন সুমন জানান, দেশে Management এ মাস্টার্স করার পর খুব ইচ্ছা হয় কোনদিন England হতে ডিগ্রি নিব। আল্লাহ আমার আশা পূরণ করেছেন আমি University of Wales Trinity Saint David হতে Leadership & Management Skills for The Workplace এর উপর Graduation সম্পন্ন করেছি আমি সকলের নিকট দোয়া প্রার্থী।

করোনাকালীন সময় বিশ্ব থমকে যায় গত বছর এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলে করোনার জন্য সেটা সম্ভব হয় নি, গত কাল আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

রুহুল আমিন সুমন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের সাবেক পেট্রোবাংলার চেয়ারম্যান মেজর (অব:) মৃত মুক্তাদির আলীর ছোট ভাই, মৃত হাজী আব্দুর রশীদ ও সূর্যবান বিবি ৬ষ্ঠ পুত্র।