বিয়ানীবাজার নিউজ ২৪। ২৪ মার্চ ২০১৭।

রাষ্ট্রীয় মর্যাদায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক, মাথিউরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এরপূর্বে বিয়ানীবাজার থানা পুলিশের চৌকসদল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের জানাযার নামাজের অংশ নেন বিরুধীদলীয় হুইপ সাংসদ মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আব্দুল কাদির, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নূর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল ইসলাম ও আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, সিলেট জেলা যুবলীগের সহসভাপতি আব্দুল বারী, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের ষাবপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলিম উদ্দিন ও জমির উদ্দিন, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, জামান প্লাজার সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান, পৌরসভা বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সাল, রিপোর্টার ইউনিটি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক ছাদেক আহমদ আজাদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি সাইদুজ্জামান টিপু, লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যবসায়ী বৃন্দ। জানাযার নামাজের পূর্বে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ভাতিজা শহীদ সিরাজ উদ্দিনের পুত্র আলমগীর হোসেন রুনু।

[image link=”http://138.197.71.33/wp-content/uploads/2017/03/bbn.png” img=”http://138.197.71.33/wp-content/uploads/2017/03/bbn.png” caption=”জানাযার নামাজ শেষে মোনাজাতের একাংশ”]

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আজির উদ্দিন আজ দুপুর ১২টায় মাথিউরা ইউনিয়নের পূর্বপাড় গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন। মরহুমের জ্যৈষ্ঠ পুত্র উপজেলা যুবলীগে নেতা ও লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজারের সাবেক সভাপতি সুহেল আহমদ রাসেদ পিতার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।