বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ব্যবস্থাপনায় ২৮ রমজান দিনব্যাপী অসচ্ছল রোগীদের সেবা প্রদান করেন হৃদরোগ-ডায়াবেটিস-মেডিসিন চিকিৎসক ডা. কামরান হোসেন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টায় মোল্লাপুর ও পাশ্বপার্তী এলাকার অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী প্রদান করা হয়। এতে আর্থিক সহযোগিতা করে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।