সিলেটে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের শতবর্ষ স্মরণোৎসব উপলক্ষে বিয়ানীবাজারে শোভাযাত্রা করেছে আবৃতি সংগঠন মুক্তাক্ষর। বৃহস্পতিবার দুপুরে মুক্তাক্ষরের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেরা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা মুক্তাক্ষরের শিক্ষক বিমল কর ও জয়েশ্রী চন্দ্র ঝুমা এবং শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে রবীন্দ্র শতবর্ষ স্মরণোৎসবের লিফলেট বিতরণ করেন।

আবৃতি শিল্পী জয়শ্রী চন্দ্র ঝুমা বলেন, বিশ্বকবির রবীন্দ্রাথ ঠাকুরের শ্রী ভূমি সিলেট আগমনের শতবর্ষ পালন হচ্ছে। আমরা এ আয়োজনে নিজেদের সম্পৃক্ত করতে চাই। স্মরণীয় করতে চাই বিশ্ব কবির সিলেট আগমনের বর্ষকে।