যুক্তরাষ্ট্রে আরও চারজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার নিউ ইয়র্কে দুই প্রবাসী বাংলাদেশির জীবন কেড়ে নেয় মরণঘাতি করোনাভাইরাস। এ দিন মৃত্যুবরণ করেন ৭৯ বছরের হাজী ফইজ উদ্দিন ও পঁয়ষট্টি বছর বয়সী নারী তৈয়বন নূর। এছাড়াও এদিন আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এরা হলেন ইকবালুর রশীদ লিটন (৫২) জাকির আহমেদ (৬০)।

এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৬০ জন বাংলাদেশি প্রাণ হারালেন। আর নিউ ইয়র্কে এ রোগে মৃত্যুর সংখ্যা ২৩৯ ও অন্যান্য স্টেটে ২১ জন।

হাজী ফইজ উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে। তৈয়বন নূরের গ্রামের বাড়ি সন্দীপের উত্তর মগধারায়। এক মাস আগে হাজী ফইজ উদ্দিনের স্ত্রী মেহেরুন নেসাও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়াও এদিন আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এরা হলেন ইকবালুর রশীদ লিটন (৫২) জাকির আহমেদ (৬০)।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশিদের ব্যবসায়ী সংগঠন জেবিবি‘র সাবেক সাধারণ অকৃতদার ইকবালুর রশীদ ক্যান্সারে আক্রান্ত হয়ে উডসাইডের নিজ বাড়িতে মারা যান। কানেকটিকাটের হাটফোর্ডের বাসিন্দা জাকির আহমেদ ব্রেন টিউমার নিয়ে দীর্ঘদিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-