বিয়ানীবাজারের ফাহিমা সেবা কল্যাণ ট্রাষ্টের পৃষ্ঠপোষক ও মিডল্যান্ড আওয়ামীলীগের আইন বিষক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল আলীম আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না…ইলাইহি রাজিউন)

শনিবার সকালে যুক্তরাজ্যের বার্মিংহামে (ওয়ালসল) তিনি তার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আলিম উদ্দিনের মৃত্যুতে যুক্তরাজ্যে কমিউনিটিসহ গোঠা বিয়ানীবাজার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল আলীমের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে। রাজনীতির পাশাপাশি আব্দুল আলীম একজন সমাজকর্মী, দানশীল ব্যাক্তিত্ব। ফাহিমা সেবা কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে তিনি এলাকার দরিদ্র, অসহায় মানুষের কল্যানে কাজ করেছেন।

নিহত আব্দুল আলীমের ভাই আব্দুল করিম জানান, গত ২৪শে ডিসেম্বর হৃদরোগ আক্রান্ত হলে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসেন। শনিবার স্থানীয় সময় সকালে তিনি তার নিজ বাসায় আবারও হৃদক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) ইন্তেকাল করেন। তিনি আরো জানান, লন্ডনে জানাজা শেষে লাশ দেশে আনা হবে।

‌ পরিত্যক্ত পলিথিন দিয়ে জ্বালানি তেল তৈরী করছেন বিয়ানীবাজারের তিন যুবক, চলছে মোটরসাইকেল!