মৌলভীবাজারে আজ বুধবার (১ জুলাই) নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকারিএকটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। তিনি বলেন, ‘মৌলভীবাজারে আজ ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’

আক্রান্তদের মধ্যে সদরের ২৫জন, জুড়ীতে ৬জন, কুলাউড়া ৯জন, রাজনগর ৭জন, কমলগঞ্জ ১২জন, শ্রীমঙ্গল ৬জন, বড়লেখা ৫জন।

এনিয়ে আক্রান্তের জেলায় করোনা আক্রান্তের দাঁড়ালো সংখ্যা ৫০০ জনে। ইতিমধ্যে ২১৫ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে বাড়ছে মৃত্যু ঝুঁকি