এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব। ওই ভুয়া ডাক্তারের নাম মো. সাঈদ এনাম। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল জেলা শহরের বেরিরপাড় এলাকার আইকন ডাযাগনস্টিক সেন্টার থেকে থাকে আটক করা হয়।

৩১ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বলে দাবি করছেন এ ভুয়া ডাক্তার। তাহার রোগী দেখার ভিজিট ছিলো ৫০০ টাকা।

এ ভুয়া ডাক্তারের আসল নাম মোস্তাফিজুর রহমান। তিনি কুমিল্লা জেলার শ্রীকোল গ্রামের মোজাফফর আহমদের ছেলে। বর্তমানে মৌলভীবাজার  পৌর শহরের কুসুমবাগ এলাকায় একটি বাসায় বসবাস করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে ভুয়া ডাক্তার স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব আহমদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুয়া ডাক্তার আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর এডিশনাল এসপি বিমান চন্দ কর্মকার বলেন, ৩১তম বিসিএসেরকোন প্রমান দিতে পারেনি। পরে স্বীকার করেছে সে ভুয়া ডাক্তার।