ক্রীড়া ডেস্ক। ২ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুরে রাহিমুল হাসান ক্রিকেট টুর্নামেন্ট (টেপ টেনিস) এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফেনগ্রাম জলকল্যাণ সমিতি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় ক্রিকেটার হাসান আহমদ, ময়নুল ইসলাম ও শাকরান হোসেনের যৌথ ব্যবস্থাপনায় মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাগন ক্রিকেট একাদশ ও ফেনগ্রাম জনকল্যাণ সমিতির মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফেনগ্রাম জনকল্যাণ সমিতি ১৭৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ১০৫ রানে সবকটি উইকেট হারায় বাগন ক্রিকেট একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকশানা বেগম লিমা।

মোল্লাপুর ফেন্ডস্ সোসাইটির সহ-সভাপতি আব্দুর রহমান আফজল এর সভাপতিত্বে ও শিক্ষা সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মোল্লাপুর ইউপি সদস্য মহিদুল হক, প্রবীণ মুরব্বী আফতাব উদ্দিন, রাজনীতিক আলতাফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছরওয়ার হোসেন, যুক্তরাস্ট্র প্রবাসী এনায়েতুর রহমান।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ র্নিবাচিত হয়েছেন ফেনগ্রাম জনকল্যাণ সমিতির রাহাত। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মাথিউরা বন্ধু মহলের রাহি।

প্রসঙ্গত, রাহিমুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ সালের ০৫ জানুয়ারি উদ্বোধন হয়। এ টুর্নামেন্টে উপজেলার ৩২টি দল এই অংশ গ্রহণ করে।