সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনায় ভাইরাস (কোবিড-১৯) মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছেন কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিকে সামনে রেখে বিয়ানীবাজার ইয়ুথ এসোসিয়েশন অব নিউইয়র্ক এর পক্ষ থেকে ৯নং মোল্লাপুর ইউনিয়নে নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপহার বিতরণ করা হয়।

মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী সুফিয়ান আহমদ এর সভাপতিত্বে ও বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বেগম লিমা, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসার সভাপতি নাজমুল হক, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহতাবুর রহমান, ইউপি সদস্য অলিউর রহমান, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি আব্দুস সালাম মতলিব।

এসময় উপস্তিত ছিলেন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আশরাফুল আলম রিমন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সভাপতি রাহেল আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা আমিল হোসেন, সাজু আহমদ সহ আরো অনেকে।