কোপাও বাংলাদেশ কোপাও
তোমার কোপাকোপিতে সুস্থ হয়ে উঠুক ক্ষত…
মা স্বাধীনতাটা আনতে পেরছিল
আনতে পারেনি মুক্তি!
সেই ক্ষতটা আজ ক্যান্সারে
রুপ নিয়েছে বলে তুমি আজ উন্মাদ
তুমি মানবতাকে দিয়েছো বিসর্জন
হিংস্র জানোয়ারে ভরপুর করেছো
তোমার রক্ত রাঙা সবুজ ভূমি!
তুমি নিয়েছো কেড়ে ত্রিশ লক্ষ তাজা প্রাণ
জাতির কান্ডারীদের করেছো বলিদান।

হে জন্মভূমি প্রিয় বাংলাদেশ
জেগে উঠো, জাগাও বিবেক
মনুষ্যত্ব বিকশিত করো জনেজনে
শৃংখলিত করো তোমার সন্তানদের মুক্তিকে
ছিনিয়ে আনো, আনো হে
ক্ষতটা মুছে দাও, ক্যান্সার করো দূর
মুক্তির থেরাপিতে সেরে উঠুক স্বাধীনতা।

নইলে যে মায়ের আত্মাটা
ভীষণ কষ্ট পাবে…

লেখক- প্রধান শিক্ষক, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়।