বিয়ানীবাজারে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মুছব্বির (৭৫) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। সাবেক ছাত্রলীগ নেতা মুছব্বির দীর্ঘদিন থেকে নানা রোগে শয্যাশায়ী ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটের সময় পুরুষপাল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে মুক্তিযোদ্ধা মুছব্বিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, এবি মিডিয়া গ্রুপের পরিচালক আজিমুর রহমান বুরহান ও মোসলেহ উদ্দিন খান, সিইও রিজু মোহাম্মদ।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।