শুক্রবার সকাল ৯টা। কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দলইকান্দি কান্দিগ্রাম মিফতাহুল উলূম ঈদগাহ মাদ্রাসা সহ অাশপাশ এলাকায় উৎসুক জনতার ভীড়। বেলা বাড়ার সাথে সাথে ভীড় জমে যায় পুরো এলাকায়। এক পর্যায়ে ভীড়ের কারণ জানা গেলো।

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রাম কান্দিগ্রামে অাসছেন দুবাই প্রবাসী যুব জমিয়ত নেতা হাফিজ মাশহুদ শিকদার। এমন খবর শোনার পর সকাল থেকে দলইকান্দি মাদ্রাসা সহ অাশপাশ এলাকায় উৎসুক জনতা ভীড় করে।
স্থানীয়রা জানান,শুক্রবার(৩০ অক্টোবর) ভোরে সিলেট ওসমানী অান্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে দেশে আসেন মাশহুদ শিকদার। মায়ের স্বপ্ন পূরণে আগে থেকে হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। আর তা প্রস্তুত করতে খরচ হয়েছে দেড় লাখ টাকা। ওসমানী অান্তর্জাতিক বিমানবন্দরে এসে হেলিকপ্টারে চড়েন মাশহুদ শিকদারের মা । সকাল সাড়ে ৯টায় গ্রামের বাড়ি কান্দিগ্রামের পথে হেলিকপ্টার যাত্রা করে দলইকান্দি মাদ্রাসা মাঠে অবতরণ করে।
হাফিজ মাশহুদ শিকদার বলেন, ‘খুব কম বয়সে মা-বাবার ইচ্ছায় বিদেশ পাড়ি দিই। ছোট বেলা থেকে আমার ইচ্ছা ছিল মাকে নিয়ে হেলিকপ্টারে আকাশে ওড়াব। সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি। এটা আমার জীবনে বড় পাওয়া। ’

অবশ্যই মাশহুদ শিকদারকেও নিরাশ করেনি তার দলীয়(যুব জমিয়ত) নেতা কর্মীরা। আয়োজন করে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের।

কান্দিগ্রাম মিফতাহুল উলূম ঈদগাহ মাদ্রাসার হলরুমে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুব জমিয়ত এ সংবর্ধনার আয়োজন করে। ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও যুব জমিয়ত সেক্রেটারি মাওলানা ফাহাদ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সিলেট জেলা জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলানা শামসুল ইসলাম , উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা অাব্দুল অাজিজ,সিলেট জেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা অাব্দুর রাজ্জাক, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান,যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা ইমরান অাহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত নেতা মাওলানা ইয়াহইয়া বদরী,মাওলানা মুশাহিদ,হাফিজ মাহমুদ হোসাইন,হাফিজ তোফায়েল আহমদ,মাওলানা অাশিক,মাওলানা গোলাম কিবরিয়া,মারুফ সারওয়ার চৌধুরী, সুলতান আহমদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম,নুরুল অাম্বিয়া প্রমুখ।

সংবর্ধনা সভায় ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বনবী (সা:) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের কঠোর প্রতিবাদ করেন বক্তারা এবং ফরাসি সজল পণ্য বর্জনের আহ্বান করেন তারা। সভাশেষে সংবর্ধিত অথিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করেন উপজেলা যুব জমিয়ত নেতৃবৃন্দ।