আগামী ৫ এপ্রিল বিয়ানীবাজার পিএইচজি মাঠে অনুষ্ঠিত হবে মাহা-বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিয়ানীবাজার উপেজলার মুড়িয়া ইউনিয়নের মোকাবেলা করবে বড়লেখার উপজেলার দক্ষিণ ভাগ ফুটবল একাডেমি। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

খেলা সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য আয়োজক সংগঠন বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা সংশ্লিষ্ট সকলের সাথে দফায় দফায় মতবিনিময় করছে। আজ রবিবার বিকালে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিক ও ধারাভাষ্যকারদের সাথে মতবিনিময় করেন দায়িত্বশীলরা।

মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আরিফুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মুকিত মোহাম্মদ, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ও সাংবাদিক মাছুম আহমদ, ধারাভাষ্যকার ইকবাল আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, যুগভেরী প্রতিনিধি সিপার আহমদ পলাশ, জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদ, সবুজ সিলেট প্রতিনিধি আবু তাহের রাজু, যায়যায়দিন প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, দিনরাত প্রতিনিধি আহমদ রেজা চৌধুরী, ধারাভাষ্যকার ইমরান আহমদ ও সুমন আহমদ।

ক্রীড়ার সংস্থার পক্ষে সহসভাপতি আবুল হোসেন খছরু, যুগ্ম সম্পাদক নুরুল হক, কোষাধ্যক্ষ অহিদুর রেজা মাছুম প্রমুখ উপস্থিত ছিলেন।