ক্রীড়া প্রতিবদেক। ১৫ মার্চ ২০১৭।

বিয়ানীবাজার পিএইচজি স্কুল মাঠে মাহা-উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টের  আনুষ্ঠানিক উদ্বােধন হয়েছে। আজ বিকেল ৪টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি এ টুর্নামেন্টের পৃষ্ঠপোশকতা করছেন।

নক আউট ভিত্তিক এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বিয়ানীবাজার আবাহনী ক্রীড়া চক্র বিদায় নিয়েছে। নির্ধারীত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে বড়লেখা দক্ষিণভাগ ফুটবল একাডেমীর কাছে পরাজয় বরণ করে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা।

খেলার প্রথম অর্ধে দলীয় অধিনায়ক জনির করা গোলে দক্ষিনভাগ একাডেমি এগিয়ে যায়। দ্বিতীয় অর্ধের শেষ দিকে আবাহনী ক্রীড়া চক্রের হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুলুনের গোলে সমতায় ফিরে। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারীত হয়।  ট্রাইব্রেকারে বিয়ানীবাজার আবাহনী ক্রীড়াচক্র ৪-৩ গোলে পরাজয় বরণ করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন দক্ষিণভাগ ফুটবল একাডেমী বড়লেখার গোল রক্ষক সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকুসুদুল ইসলাম আউয়াল, উপজেলা যুবলীগের আহবায়খ আব্দুণ কুদ্দুছ টিটুসহ ক্রীড়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ।

আগামীকাল একই মাঠে বিকালে বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে ইউকে বেসিস ফুটবল দল উপশহর সিলেট।