তাজবীর আহমদ ছাইম। ০১ এপ্রিল ২০১৭।

প্রথমার্ধে এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো পৌরশহরের সিটি ক্লাবকে। মাহা-উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে জয় পেয়ে প্রথম দল হিসাবে সেমিফাইনের টিকেট পেল জলঢুপ ক্রীড়া একাডেমী। আজ শনিবার বিকালে প্রথম সেমিফাইনাল খেলা পিএইচজি স্কুল মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে দুই দলই গোছানো ফুটবল খেলে। গত তিনদিনের চৈত্রবর্ষণের কারণে মাঠে অবস্থা কিছুটা হলেও নাজুক থাকায় খেলার গতির মন্থর ছিল। আক্রমন প্রতি আক্রমনের এ ম্যাচে প্রথমার্ধে জয় পায় সিটি ক্লাব। ১-০ গোলে এগিয়ে থেকে মধ্য বিরতীতে যায় পৌরশহরের এ দল।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে উঠে জলঢুপ ক্রীড়া একাডেমী। সিটি ক্লাবের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখে তারা খেলার  শুরুতে গোল পরিশোধ করে। দুই দলই রক্ষণ সামলে আক্রমন সূচনা পরিকল্পনা নিয়ে খেলতে থাকে। এ সময় বল বেশির ভাগ সময় মাঝ মাঠের নিয়ন্ত্রণে থাকে। খেলা শেষ হওয়ার মিনিট পনের আগে জলঢুপ ক্রীড়া একাডেমী নাবিল দলের হয়ে জয়সুচক গোল করেন। শেষ পর্যন্ত খেলা সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে সিটি ক্লাব।

জয়সুচক গোল দাতা নাবিল ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দনকুমার চক্রবর্তী। আগামী কাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামালের মোকাবেলা করবে মুড়িয়া ফুটবল একাদশ।