বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জনমত সৃষ্টির লক্ষে‍ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে মাস্টারপিস ক্লাব অব বাংলাদেশ। তিন দিনব্যাপী এ প্রদর্শনী ও প্রতিযোগিতায় ছবি জমা দেয়ার শেষ সময় আগামী ২০ মে রাত ১২টা।

মাস্টারপিস ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফয়জুল সিমাল জানান, প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ছবি গ্রহন করা হবে। এগুলো হচ্ছে-মানুষ, ওপেন কালার (সাদাকালো, রঙ্গিন),  প্রকৃতি, সামাজিক সহাবস্থান এবং শান্তি।

প্রদর্শনী ও প্রতিযোগিতায় ছবি জমা দেয়ার নিয়মাবলী- ছবি জেপিজি ফরম্যাট ও ১৬০০x১২০০ পিক্সেল রেজুলেশন ও ৭ মেগাবাইট এর মধ্যে হতে হবে। প্রত্যেক ক্যাটাগরিতে ৫টি ছবি জমা দেয়া যাবে। ছবিতে সিরিয়াল নাম্বার, ক্যাপশন, আলোকচিত্রির নাম ও মোবাইল নাম্বার ধারাবাহিক ভাবে লিখতে হবে।
আগামী ২৭ মে ছবি বাছাই, বিচার এবং ৩০ জুন পুরস্কার বিতরণ ও প্রদর্শনী শুরু হবে।

এই আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার স্পনসর হিসাবে থাকছে এম এ সালাম গ্রুপ ও ট্রাস্টের সহযোগী সংগঠন ফখরুল ভাই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সহযোগীতায় পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি।