ফ্রান্সে সরকারি সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদর (সা.) কার্টুন প্রচারের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে পৌর সদরের চৌমুহনীতে আগত তৌহিদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা হেফাজতের সহ-সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া’র সভাপতিত্বে ও উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফ্ফারের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা হেফাজতের সহ-সভাপতি শামস উদ্দিন, অর্থ সম্পাদক আফসার চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম হাফিজ জামিল আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আলি আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মোখতার আহমদ, বাদেপাশা ইউনিয়ন হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, গোলাপগঞ্জ পৌর হেফাজতের সভাপতি মাওলানা ইকবাল হুসেন, মাওলানা মাহফুজ আহমদ, আব্দুল লতিফ সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর কার্টুন প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তারা বলেন, এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে। বাংলাদেশ সরকারকে এ ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।

অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। বক্তারা বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান।

এদিকে আজ জুমার নামাজের পর উপজেলার হেতিমগঞ্জ, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, বুধবারী বাজারসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাস্তায় নেমে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা।