মরহুম হাজি আব্দুস ছালামের ১০ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে পারিবারিক উদ্যোগে পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরিব ও অসহায় ৭০ জন শিশুদের ফ্রি সুন্নতে খৎনা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বুধবার দিনব্যাপী পৌরসভার দাসগ্রামস্থ হাজি আব্দুস ছালাম একাডেমীতে স্বজনরা ফ্রি খৎনা প্রদানের আয়োজন করেন। শিশুদের খৎনা প্রদান শেষে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জি এস ফারুকুল হক, কাউন্সিলর এহসানুল ইসলাম, মরহুম হাজি আব্দুস সালামের স্ত্রী সেলিনা আক্তার, পুত্র মাহমুদুল হাছান ও আহমুদুল হাছান তারেক ।

পৌর মেয়র জিএস ফারুকুল হক এরকম উদ্যোগ নেয়া মরহুম আব্দুস ছালামের পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুকে সুন্নতে খৎনা প্রদান করতে অনেক দরিদ্র পরিবার বিড়ম্ভনায় পড়েন। দরিদ্র পরিবারের এসব শিশুদের সুন্নতে খৎনা প্রদান এবং তাদের প্রয়োজনীয় ঔষধ দেয়ার উদ্যোগটি তারা আগামীতে অব্যাহত রাখবেন।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্ম সমাজ কল্যাণ সংঘ দাসগ্রামের সদস্য মোহাম্মদ আব্দুল রাফি শিপন, শাহরিয়ার শাওন, শাহানুর রহমান সুহেল, জাহিদ আহমদ রাব্বি , কামরান আহমদ, আবু বক্কর, এবাদুর রহমান নাইম প্রমুখ।

‌বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের সৌন্দর্য বৃদ্ধি ও পরিস্কার পরিচ্ছনতা কর্মসূচীর উদ্বোধন