মরহুম আব্দুল আহাদ (যিনি এম সিন উদ্দিন নামেও পরিচিত) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুর ২ টার সময় ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

রোববার স্থানীয় সময় দুপুর ২.১৫ মিনিটের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেধাবী সাংবাদিক আব্দুল আহাদ ইন্তেকাল করেন। তিনি প্রায় ছয় মাস এ্যালার্জিজনিত বিরল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, তিন পুত্র সন্তান, ৭ভাই ও ২ বোনসহ সহকর্মী, আত্মীয় স্বজন ও অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

এশা ও তারাবিহ নামাজ শেষে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টার প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই নাজু মোহাম্মদ। জানাযায় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাযার পূর্বের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবি মিডিয়া গ্রুপের ফাউন্ডার ও সিইও, মরহুমের ছোটভাই রিজু মোহাম্মদ। এসময় প্রয়াত বড়ভাই আব্দুল আহাদের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।