করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বুধবার থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনে’ যাচ্ছে দেশ। এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বুধবার থেকে এক সপ্তাহ সমস্ত তফসিল ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে টানা বন্ধের আগে মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চলমান ‘কঠোর বিধিনিষেধ’ এর কারণে আগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলে। মঙ্গলবারও তাই হওয়ার কথা ছিল। কিন্তু টানা এক সপ্তাহ বন্ধের আগে গ্রাহকদের সুবিধার জন্য মঙ্গলবার লেনদেনের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

এরআগে এক সপ্তাহের লকডাউনের সময়ে ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এর পর বাংলাদেশ ব্যাংক জানায়, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে।

এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।

বিয়ানীবাজারে ঘর নির্মাণের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধি যুবকসহ আহত ৩