কমলগঞ্জ প্রতিনিধি। ০৩ জানুয়ারি ২০১৭।

আজ মঙ্গলবার বিকালে ৩টা ৯ মিনিটে কয়েক সেকেন্টে স্থায়ী মাঝারি মানের ভূমিকম্পে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মাটি ফেলে বালু ও পানি বেরিয়ে আসে। এ সময় উপজেলা নবনির্মিত মিলনায়তনসi বেশ কিছু বাড়িতে ভূমি ধস ও ভবন ফাটলের ঘটনা ঘটে।

জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড রামপাশায় মাটির নীচ থেকে বালু ও পানি বেরিয়ে আসে। ফাটল এলাকা দেখতে উৎসুক মানুষ ভীড় করেন। ভূকম্পনের ফলে উপজেলার বেশ কিছু ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও অর্ধশতাধিক এলাকার মাঠ ও ফসলি জমিতে ফাটল সৃষ্টি হয়ে বালি ও পানি ভূপৃষ্ঠে উঠে আসে। এছাড়াও উপজেলার নবনির্মিত অডিটোরিয়াম ভবন দেবে যায় ও ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।