মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি আটক করা হয়েছে। সোমবার (২৪ জুন) রাত সাড়ে দশটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা সাকিন এলাকায় একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ১৫-৫৩৫৪) তল্লাশি করে ১৪ বস্তা ভারতীয় মেহেদী জব্দ করা হয়।

পুলিশ জানায়, তাৎক্ষনিকভাবে এসব পণ্যবহনকারীরা উক্ত মালামালের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মালামাল সুনামগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে এনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করে নিয়ে যাচ্ছিল ।

মঙ্গলবার (২৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক চোরাকারবারিরা হলো- বিয়ানীবাজার উপজেলার কাকুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সাঈদ মিয়া (২৩) ও লক্ষীপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মনি লাল মজুমদারের ছেলে ঝুটন মজুমদার (২৮), ঝুটন মজুমদার বর্তমানে কদমতলী বাসস্ট্যান্ডের ভুট্টো মিয়ার কলোনি বসবাস করেন।

পুলিশ আরো জানায়, ভারতের রাজস্থানের তৈরি KAVERI MEHENDI CONE নামীয় ১৪টি বস্তায় থাকা ৪০ হাজার ৩২০ প্যাকেট ভারতীয় মেহেদী জব্দ করা হয়। যার অনুমান মূল্য ২৩ লক্ষ ১২ হাজার ৮০০ টাকা।

মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূঁইয়া, এসআই মাহাবুর আলম মন্ডল, এসআই শাওন মাহমুদ অপু এসআই আজদু মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত বিশেষ টিম ভারতীয় পন্যসহ দুই চোরাকারবারিকে আটক করে। পরে এসআই সারোয়ার হোসেন বাদী হয়ে উক্ত চোরাকারবারিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং- ২৯ তারিখ- ২৫/০৬/২০১৯খ্রিঃ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি অনুযায়ী মামলা রুজু হয়।