গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৭-১৮ অর্থ বছরের আয়-ব্যয় সম্বলিত ১ কোটি ২ লাখ ১৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। তাই এভাবে উন্মক্ত বাজেট ঘোষনার মাধ্যমে ইউনিয়নবাসীর সু-পরামর্শের সুযোগ ও তাদের মতামতের গুরুত্ব প্রতি দেওয়া উচিত। এছাড়া তিনি একটি ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।

বেলা ২টায় ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিনের সভাপতিত্বে, প্যানেল চেয়ারম্যান মো. আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাবিব মোস্তাফিজ। বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ হাজী নুরুজ্জামান চৌধুরী, মাষ্টার তারেক জলিল, ডা. আবুল আসাদ, সাবেক ইউপি সদস্য হাছিব আলী, তরুন সমাজকর্মী আব্দুল বাশার রানিক। ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন আলী, সৈয়দ সাঈদ উদ্দিন ফখরু মিয়া, মহিদুজ্জামান লাভলু, এখলাছ মিয়া, ফারজান আহমদ ফরহাদ, মনজ্জির আলী মনই, মো. হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যা সামছুন্নাহার বেগম, রহিমা বেগম, মাহমুদা বেগম, সাংবাদিক আজিজ খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ।