বড়লেখা সীমান্ত থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫ হাজার ৪০ প্যাকেট ভারতীয় শেখ নাসির পাতার বিড়ি আটক করেছে বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়ন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় বড়লেখা সীমান্তের নিউ পাল্লাথল বিওপির টহল কমান্ডার সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব তামাকজাত দ্রব্য আটক করা হয়।

বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গাজী শহিদুল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর ষাটগরিয়া এলাকায় আত্মগোপন করে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। সকাল ৯টার দিকে স্থানে সীমান্তের কাছাকাছি এক চোরাকারবারিকে পলিথিনে মোড়ানো বস্তা মাথায় নিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করে৷ বিজিবির ধাওয়া খেয়ে পাশের একটি ঝোপের ভেতরে বস্তা রেখে ওই চোরাকারবারি পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় ওই ঝোপের ভেতর থেকে বস্তাটি উদ্ধার করে থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৪০ প্যাকেট ভারতীয় শেখ নাসির পাতার বিড়ি আটক করে।

আটককৃত তামাক জাতীয় দ্রব্যের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-