বড়লেখা উপজেলায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায়। তিনি সমনভাগ এলাকায় ছোলা ও পিয়াজু বিক্রি করতেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্নদ্বীপ বিশ্বাস শনিবার রাত সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হবে।

এদিকে, আক্রান্ত ব্যক্তির গ্রাম কাশেমনগরকে লকডাউন করেছে বড়লেখা উপজেলা প্রশাসন। তাছাড়া আক্রান্ত ব্যক্তির পরিবারদের সদস্যদেরও করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-