মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট (৩২) এবং একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (৩২) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।

তাদের একজনের বাড়ি পৌরসভার হাটবন্দ এলাকায় এবং অপরজনের বাড়ি পাখিয়ালা এলাকায়। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫জনে। তাদের মধ্যে ৭জন সুস্থ হয়ে উঠেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুজনের মধ্যে করোনার উপসর্গ জ্বর-কাশি ছিল। গত ১৭ জুন তাদের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। তারা দুজনেই সুস্থ আছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

বিয়ানীবাজার ফুচকা ব্যাবসায়ীদের কাছে স্বাস্থ্যবিধির চেয়ে জীবন-জীবিকাই মূখ্য