বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ট্রাক্টর মালিক মো. দিনার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় টিলা কাটা চলছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি টিলা কাটার সত্যতা পান। অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে টিলা কেটে মাটি পাচার করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় ট্রাক্টর মালিক মো. দিনার হোসেনকে এক লাখ টাকা জরিমানা তা তাৎক্ষণিকভাবে আদায় করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, যারা অবৈধভাবে পাহাড়, টিলা ও জমির উপরিভাগের মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

‌বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিয়ানীবাজারে যুবলীগের মিছিল-সভা