স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন মৌলভীবাজারের বড়লেখায় গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প চলমান সম্পর্কে জনসাধারণের সম্পৃক্ততা বিষয়ক এক সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লিগ্যাল এইড এ- সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র আয়োজনে সোমবার (২০ নভেম্বর) দুপুর ১টায় বড়লেখা সদর ইউপি’র পুরাতন বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।

গ্রাম আদালতের সহকারী কর্মকর্তা কাজল দে’র সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাংবাদিক জালাল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ডা: দীপক কর প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি র‌্যালি পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ করে।