বড়লেখায় ইউনিয়ন পর্যায়ে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বড়লেখা উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এসময় বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, বাংলাদেশ কৃষক লীগ বড়লেখা শাখার আহবায়ক মো. আব্দিল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে বড়লেখা সদর ইউনিয়নে ১০ জন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ১০ জন, দাসেরবাজার ইউনিয়নে ১৫ জন এবং বর্ণি ইউনিয়নের ২৫ জন কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক উপকারভোগী কৃষককে ৫ কেজি করে বীজ দেওয়া হয়েছে। বিতরণ করা বীজের মধ্যে আছে নাবি ও সুগন্ধি জাতের বিআর-২২, বিআর-২৩ ও ব্রি ধান-৩৪। উপজেলার ১৫০ জন কৃষকের মধ্যে এই বীজ বিতরণ করা হবে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে উপজেলা সদরে এসে বীজ নিতে কৃষকদের কষ্ট হবে। এজন্য তাদের ভোগান্তির কথা চিন্তা করে ইউনিয়ন পর্যায়ে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে।’

বিয়ানীবাজার হাসপাতালে হাজারো মানুষের ভিড়! ১দিনে টিকা নিলেন ৯ শতাধিক নাগরিক