জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের এমপি আলহাজ¦ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার বিনামূল্যে লেখাপড়ার সুযোগ তৈরিসহ উপবৃত্তি দিচ্ছে। আমি আশাহত হয়েছি মৌলভীবাজার জেলার ফলাফল দেখে। তাই শুধু জিপিএ-৫ পেলেই হবে না, ভালো মানুষ হতে হবে। সমাজে এখন ভালো মানুষের খুব অভাব।

তিনি সোমবার বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাসসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ এবং ২০১৬ সালের পিএসসি ও জেএসসিতে জিপিএ-৫প্রাপ্তসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র চন্দ্র দেবনাথের সভাপতিত্বে পরিচালনা কমিটির সদস্য মছরুর আলম চৌধুরী, শিক্ষক বিজয় ভূষণ দাস, সহ-প্রধান শিক্ষক জায়েদুর রহমান ও অফিস সহকারী জায়েদুর রহমান শামীমের যৌথ উপস্থাপনায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ শিক্ষানুরাগী আনোয়রুল আলম চৌধুরী, পৌরসভার মেয়র কামরান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা পার্থ সারথী আচার্য্য, ডা: দিগেন্দ্র চন্দ্র দেবনাথ, শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক লিটন শরীফ, শামীম আহমদ ও তাহেরা আক্তার লিপি প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।