জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার পেলেন সাকিব আল হাসান। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে নয় ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব। অন্যদিকে র‍্যাংকিংয়ের দুইয়ে থাকলেও শেষ সিরিজের পারফরম্যান্সের কারণে অবনমন হয়েছে মিরাজের। দুই ধাপ নিচে নেমে মিরাজের অবস্থান এখন ৪ নম্বরে।.

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট শিকার করেছেন সাকিব। প্রথম ম্যাচেই শিকার করেছিলেন পাঁচ উইকেট। এছাড়া ব্যাট হাতেও এই সিরিজে সাকিব তুলেছেন ১৪৫ রান।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব, রীতিমত অন্যদের ধরাছোঁয়ার বাইরে। অলরাউন্ডারদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা সাকিব জিম্বাবুয়ে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে রেটিংয়ে বেশ উন্নতি ঘটিয়েছেন। বর্তমানে তার পয়েন্ট ৪১৬। দ্বিতীয় স্থানে থাকা আফগান তারকা মোহাম্মদ নবীর রেটিং ২৯৪।

বিয়ানীবাজারে ঈদুল আজহা উদযাপন ।। ১৫ সহস্রাধিক পশু কোরবানি