বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী অনিক আহমদ।

আখতারুজ্জামান আজব আলী’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাত। এসময় বক্তব্য রাখেন বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল কবির, আব্দুল আজিজ, শাহীন আহমদ, আলী আহমদ, আমির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম মনু, আব্দুল সালাম আবুল, আব্দুল কাইয়ুম, ময়নুল হক, সেলিম রেজা, হাজী জালাল উদ্দীনসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজ পরিচালনা পরিষদের দায়িত্বশীদের সরব উপস্থিতিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।