বিয়ানীবাজার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বেসরকারি কর্মচারী লাইব্রেরিয়ান ফয়সাল আহমেদ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি কর্মচারি কম্পিউটার অপারেটর ভ্রদেশ্বর দাস, অফিস সহায়ক ইছরাক আলী, আয়া জবা বেগম, অফিস সহায়ক মনসুর আহমদ।

বক্তারা বলেন, নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার দাবি এবং দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও মানববন্ধনে অফিস সহায়ক অরূপ দেবনাথ, আয়া হেলেনা বেগম, আয়া মনন মালাকার, অফিস সহায়ক রিপন মালাকার, জাহিদুল ইসলাম, নাইট গার্ড কনেশ সরকার, মনসুর আলম, অনুপম, সাদ্দামসহ কলেজের সকল বেসরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।