বিয়ানীবাজারের মাথিউরার সামাজিক সংগঠন ছোট বেজগ্রাম নবধারা যুব সংঘের উদ্যোগে এবং নবধারা যুব সংঘের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় গ্রামের ৩৫টি পরিবারের মধ্যে মাহে রামাদানের খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌছে দেন ক্লাবের সদস্যরা।

প্রবাসী সংবাদিক ফয়সল মাহমুদ, সরোয়ার হোসেন, আব্দুল মন্নান,নোমান আহমদ ও সায়েম আহমদের পৃষ্ঠপোষকতায় খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পিয়াজ, তেল, ডাল ও চানা।

বেজগ্রাম নবধারা যুব সংঘের সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম মুক্তা বলেন, আমরা শুধু খাদ্যসামগ্রী বিতরণ করিনি, গ্রামের মানুষদের সচেতনতার জন্য লিফলেট বিতরণের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা জন্য মানুষদের সর্তক করেছি। সভাপতি আরিফ উদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের ক্লাবের পক্ষ থেকে কয়েকটি পরিবারকে সহায়তা করেছি।

মাথিউরা ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, সরকারের পাশাপাশি ক্লাব থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে করোনারোধে তা প্রসংশার যোগ্য।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-