নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। হঠাৎ সরকারের এমন সিদ্ধান্তে সচেতন মহলসহ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার রাতে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কাল দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

সরকারের এমন সিদ্ধান্ত ভাল চোখে নেননি সাধারণ মানুষ। ফেসবুকে, আবু তাহের লিখেছেন ‘ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! নিরাপত্তা বিনষ্টকারী কে বা কারা? সরকারের কাজ কী? তোরা সব নন্দলাল হয়ে যা। আগামী কাল দেশে কী হবে যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হল?

আবু তাহেরের মতো আরও অনেকেই এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানান। তোফায়েল নামের একজন ‘উফ!’ বলে মন্তব্য করেছেন। আশফাক জুনেদ লিখেছেন ‘ কিসের নিরাপত্তা, যেখানে রাস্তায় নিরাপত্তা বাহীনির হাতে তারা মার খায় তাদের আর কিসের নিরাপত্তা দিবে স্কুল বন্ধ করে।’ ‘কাইয়ুম লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সমাধান হবে না’।

এছাড়া শিক্ষাকর্মকর্তা, শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা সরকারের স্কুল বন্ধের সিদ্ধান্তটি সামাজিকে যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।