রাজধানী শহর ঢাকায় দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ও নিরাপদ সড়কের দাবিতে দেশের অন্যান্য জেলার মতো সিলেটেও প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় সিলেত শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি নিয়ে প্রতিবাদ, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় তাদের সবার মুখে মুখে ‘উই ওয়ান্ট জাস্টিস’- শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চৌহাট্টা চত্তর।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড-পোস্টার প্রদর্শন করে। স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘যদি তুমি পাও ভয়, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’, ‘১৮’র যুদ্ধ এখনো চলছে, তবে স্বাধীনতার জন্য নয়, নিরাপত্তার জন্য’, ‘হোয়েন ইনজাস্টিস বিকাম’স ল’ রেভুক্যাশন বিকাম’স ডিউটি’।

এদিকে, অবরোধের কারণে নগরীর আম্বরখানা, রিকাবিবাজার, জিন্দাবাজার, নয়াসড়ক, বন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা দেয়।