বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ আষ্টাসাঙ্গন এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁকে টিলা ধসে মাটির স্তুপ সৃষ্টি হয়েছে। এতে সড়কের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে যানচলাচলে বাধা সৃষ্টি করছে- যা ঝুঁকিপূর্ণ বাঁকে হওয়ায় প্রায় ঘটছে দূর্ঘটনা। একটি আঞ্চলিক মহাসড়কের এমন অবস্থা প্রায় মাসে খানেক থেকে থাকলেও এগুলো অপসারণ করে যানচলাচল স্বাভাবিক করতে উদাসীন সড়ক ও জনপদের দায়িত্বশীল ও স্থানীয়রা।

এ অবস্থায় জন ভোগান্তি লাগবে এগিয়ে এসেছে কালাইউরা গ্রামের সামাজিক সংগঠন ‘পিস ফর অল সোশ্যাল অর্গানাজেশন।’ এ সংগঠনের উদ্যোগে সোমবার সকাল থেকে শ্রমিক দিয়ে মাটিগুলো ট্রাক করে অন্যত্র সরিয়ে নেয়া হয়। এ সময় সংগঠনের দায়িত্বশীলরা একই সড়কের জলঢুপ এলাকায় বিশাল ভাঙ্গন সংস্কার করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ শরীফ উদ্দিনের সার্বিক তত্বাবধানে কার্যক্রম চলাকালে পরিদর্শন করেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি সদস্য সাদিকুর রহমান, সমাজকর্মী জাকির হোসেন, আবু তাহের রাজু, সংগঠনের সদস্য রেজাউল করিম, জাফর আহমদ, হাসনাত আহমদ, রাশেদ আহমদ, আশফাক সানি, রনি আহমদসহ অন্যরা।