বিয়ানীবাজার-জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক সড়কের গর্তে আটকে গেলে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জগামী পাথরবাহী ওই ট্রাকটি গর্তে আটকে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীবাহী বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালক ও চালকের সহকারীরা।

বাসযাত্রী মামুন মিয়া বলেন, ‘২৪ দিনের মেয়েসহ পরিবারের সদস্যরা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজটে আটকে ছিলাম। গর্তে আটকে যাওয়া পাথরবাহী ট্রাক সরানোর ব্যবস্থা না হওয়ায় কিছু জায়গা হেঁটে এসে সিলেটগামী আরেকটি গাড়িতে উঠেছি।

বড়লেখাগামী যাত্রীবাহী বাসের চালক জানান, সড়কের সংস্কার নেই দীর্ঘদিন ধরে।সড়কে গর্ত ও খানাখন্দ থাকায় অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচল করতে গিয়ে গত কয়েক মাস ধরে নিয়মিত এমন সমস্যা সৃষ্টি হচ্ছে।

এদিকে, এ প্রতিবেদন লিখা পর্যন্ত সড়কের মাঝখানে আটকে থাকা পাথরবাহী ট্রাকটি সরানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বিমান টিকেট পেতে ভোগান্তি কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী