বিয়ানীবাজার উপজেলা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২৭ জানুয়ারি) মৃদু ভূমিকম্প হয়েছে। বেলা ১টা ১০ মিনিটের সময় এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পে বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক দেখা দেয়। সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১টা ১০ মিনিটের সময় এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার গোয়াইনঘাট উপজেলা।

এ ভূমিকম্পের ফলে সিলেট নগরীর কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বরে খবর পাওয়া গেছে।