বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সহ ৫ সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। একই সাথে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে তাঁকে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জে পদায়ন করা হয়েছে। একই সাথে বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমানকে পদোন্নতি দিয়ে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে পদায়ন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনছুর আলমগীরকে পদোন্নতি দিয়ে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে পদায়ন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ইউসুফ মো. শেরুজ্জামানকে পদোন্নতি দিয়ে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে পদায়ন এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় দাসকে পদোন্নতি দিয়ে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে পদায়ন করা হয়েছে।

এদিকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষকবৃন্দ।