বিয়ানীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাস একটি বাসে করে শিক্ষার্থীরা হবিগজ্ঞের মাধবপুর লেকের উদ্দেশ্য যাত্রা করেন। দিনভর সেখানে ঘুরাঘুরি, বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, খেলাধুলা করেন সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বিয়ানীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জ্যোর্তিময় দাসের তত্ত্বাবধানে শিক্ষা সফরের সার্বিক সহযোগিতা করেন সহকারী অধ্যাপক আব্দুর রহিম, সুহান খান, আনোয়ার হক। সবুজ রঙের টিশার্ট পরে শিক্ষার্থীরা প্রকৃতির সবুজে হারিয়ে ছিল পুরোদিন। হৈ হু্ল্লড়, হাসি-আনন্দের মাঝে সম্পন্ন হয় শিক্ষা সফর। বিকালে মাধবপুর থেকে বিয়ানীবাজারের দিকে যাত্রা করে শিক্ষার্থীবহনকারি বাসটি। রাত ১০টায় বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এসে বাসটি পৌছায়।

শিক্ষাসফরে হিসাব বিজ্ঞান বিভাগের সকল বর্ষের ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন।