বিয়ানীবাজার নিউজ ২৪। ২৮ মার্চ ২০১৭।

বিয়ানীবাজার সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে বাংলা বিভাগের প্রধান ও মিলাদ উদযাপন কমিটির আহবায়ক মো. হাবিবুর রহমান’র সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সরকার মু. শফিউল্লাহ দিদার’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কলেজ মসজিদের খতিব হাফিজ মাওলানা হারুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মন্জুর এ এলাহী, সহযোগী অধ্যাপক আবু ইউসুফ মো. শেরফুজ্জামান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক ফজলুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মহসিন হাবিব, নজরুল ইসলাম, নুরুল হক চৌধুরী, প্রভাষক মো. মনির আলম, মো. শফিকুল ইসলাম, সোহান খাঁন, আব্দুল হালিম, আনোয়ার হোসাইন প্রমুখ।

মিলাদ মাহফিলে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দোয়া শেষে শিন্নি বিতরণ করা হয়।